Advertisement
Advertisement
WB Police

নেপালে আটকে পড়া পর্যটকদের পাশে রাজ্য পুলিশ, চালু হেল্পলাইন নম্বর

অশান্ত নেপালে বাঙালি পর্যটক আটকে পড়ার আশঙ্কা।

WB police releases helpline numbers for Indians stranded in Nepal
Published by: Sayani Sen
  • Posted:September 10, 2025 11:02 pm
  • Updated:September 10, 2025 11:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত নেপালে বাঙালি পর্যটক আটকে পড়ার আশঙ্কা। তাঁদের কথা ভেবে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য পুলিশ। নেপালে আটকে পড়া কেউ পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চাইলে ওই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Advertisement

অফিসিয়াল X হ্যান্ডেলে রাজ্য পুলিশের তরফে একথা জানানো হয়েছে। মোবাইল নম্বরটি হল – ৯১৪৭৮৮৯০৭৮। এই নম্বর ফোন এবং হোয়াটসঅ্যাপ করা যাবে। আরেকটি ল্যান্ডলাইন নম্বর হল – ০৩৫৪-২২৫২০৫৭।

প্রসঙ্গত, নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬ ধরনের সোশাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। প্রতিবাদ আন্দোলনে নেমেছে সেখানকার তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। তা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তরুণ তুর্কিরা। নামানো হয় সেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে ২২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত ২৫০’র বেশি। নেপালে থাকা ভারতীয়দের সতর্ক করে মঙ্গলবারই বিবৃতি জারি করেছিল ভারতীয় বিদেশমন্ত্রক।

এই পরিস্থিতিতে নেপালে ঘুরতে যাওয়া একাধিক পর্যটক রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন দেশজোড়া বিক্ষোভের মধ্যে। ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা গিল খেলতে গিয়ে আটকে পড়েছেন নেপালে। তিনি ভারতীয় দূতাবাসের কাছে কাতর আর্জি জানিয়েছেন, দ্রুত যেন উদ্ধার করা হয় আটকে থাকা ভারতীয়দের। সূত্রের খবর, নেপালে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার বিষয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র। নেপালের নানা এলাকায় বহু ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার জন্য় নেপালের সেনার সঙ্গে যোগাযোগ করেছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস। নয়াদিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার দু’টি বিমান সম্ভবত নেপালে পাঠানো হবে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ