Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

উপকূলে দাঁড়িয়ে গভীর নিম্নচাপ, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গী ঝোড়ো হাওয়াও

নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তল থাকবে। ৩০ শে মে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

WB Weather Update: Heavy Rain forecast for Kolkata and 9 districts

শহরে হঠাৎ বৃষ্টি। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:May 29, 2025 11:50 am
  • Updated:May 29, 2025 11:52 am  

নিরুফা খাতুন: শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ পৌঁছে গিয়েছে উপকূলে। এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা। জোড়া ফলায় বাংলার আকাশে দুর্যোগের মেঘ! বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায়-জেলায় বৃষ্টি, জলোচ্ছ্বাস। সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কায় ভুগছেন উপকূলের বাসিন্দারা।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে অতি ভারী বর্ষণের সর্তকতা জারি করা হয়েছে। যার জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তল থাকবে। ৩০ শে মে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টির পূর্বাভাস ৯ জেলাতে-কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবারেও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। মুর্শিদাবাদ জেলাতে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। এরমধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাত হতে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, অনুকূল পরিস্থিতি পেয়ে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী এক দু দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement