Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

WB Weather Update: Met department predicts rain in all over West Bengal
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 21, 2025 9:47 am
  • Updated:May 21, 2025 2:28 pm  

নিরুফা খাতুন: আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বৃষ্টির পূর্বাভাস! বুধেই দক্ষিণবঙ্গের প্রায় সবজেলা বৃষ্টিতে ভাসবে বলে জানাল হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী রবি-সোমবার পর্যন্ত। উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব-পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। সেটি রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে। হরিয়ানা, রাজস্থান, অসম এবং উত্তর বাংলাদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে ২১ মে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত ২২ মে নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে। যার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি ঝড়-বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। তবে তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।

উত্তরবঙ্গে আজ, বুধবার ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদহ, সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, বৃহস্পতিবার ঝড়বৃষ্টির উত্তরবঙ্গের আট জেলাতেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement