প্রতীকী ছবি।
নিরুফা খাতুন: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বুধবার গভীর রাত থেকে রাজ্যজুড়ে শুরু বৃষ্টি। বৃহস্পতিবার সকালেও মেঘলা আকাশ। চলছে বৃষ্টি। ফলে এক ধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রা।
নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকে মূলত মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদে। বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায়। ফলে নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা। ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ২৭ শে জুলাই, রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ দিনভর উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে কমবে বৃষ্টি। উল্লেখ্য, ভারী বৃষ্টির সতর্কতা দিল্লিতে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়েও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.