Advertisement
Advertisement
WB Weather Update

সরছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে চলবে রোদ-বৃষ্টির খেলা! কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

কী বলছে হাওয়া অফিস?

WB Weather Update: Met department predicts rain in several part of North bengal
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 2, 2025 10:04 am
  • Updated:July 2, 2025 10:28 am   

নিরুফা খাতুন: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। তবে বুধবার সকাল থেকে বদলাচ্ছে আবহাওয়া। দেখা মিলেছে রোদের। যদিও বৃষ্টি একেবারে পিছু ছাড়েনি। সকলের মনেই প্রশ্ন, কবে ঝলমলে রোদের দেখা মিলবে। হাওয়া অফিস সূত্রে খবর, সরছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। চলবে রোদ-বৃষ্টির খেলা। তবে উত্তরবঙ্গের পাঁচ জেলা ভাসার সম্ভাবনা।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। ধীর গতিতে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। অভিমুখ ছত্তিশগড়। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এটি শ্রী গঙ্গানগর, রোহতক, কানপুর, প্রয়াগরাজের পর ঝাড়খণ্ড, ছত্তিশগড় সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি সেভাবে হবে না। আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ফের বদলাবে আবহাওয়া। শনিবার পর্যন্ত বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো। আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে রোদের দেখা মিললেও উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। প্রসঙ্গত, রাজস্থান, হিমাচল, মহারাষ্ট্র, ওড়িশা, অসম-সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ