Advertisement
Advertisement
WB Weather Update

বর্ষা বিদায়ের পরও নিম্নচাপের ভ্রুকুটি! ফের ভাসবে বাংলা?

ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া, ভোরে ও রাতে অনুভূত হচ্ছে শিরশিরানি।

WB Weather Update: Met Department predicts rain last week of October
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 14, 2025 1:07 pm
  • Updated:October 14, 2025 1:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওয়া অফিস বলছে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু তাতেও এখনই বৃষ্টি থেকে নিস্তার পাবে রাজ্যবাসী। কারণ, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে শীতের শিরশিরানির মাঝেই বৃষ্টিতে ভাসতে পারে বাংলা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Advertisement

একের পর এক নিম্নচাপের কারণে এবছর অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিতে ভেসেছে কলকাতা। দুর্গাপুজোর কয়েকদিন আগেও প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল তিলোত্তমা। বলা যায়, এ মরশুমে বৃষ্টিতে খানিকটা বিরক্তই হয়েছে আমবাঙালি। দিন কয়েক আগে হাওয়া অফিস বর্ষা বিদায়ের খবর দেওয়ায় খানিকটা স্বস্তি পেয়েছিলেন সকলে। কিন্তু আবারও মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, ২৫ অক্টোবর নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। ২৭ অক্টোবর এটি এগিয়ে যাবে তামিলনাড়ু উপকূলের দিকে। তারপর এটি তামিলনাড়ু হয়ে পশ্চিম দিকে পুদুচেরি উপকূল বরাবর এগিয়ে যেতে পারে আরব সাগরের দিকে।

হাওয়া অফিস সূত্রে খবর, আরবসাগরের দিকে সরে গেলে বাংলার জন্যই ভালো। কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে নিস্তার মিলবে না। প্রসঙ্গত, আপাতত কয়েকদিনে বৃষ্টির কোনও সতর্কতা দেয়নি হাওয়া অফিস। ধীরে ধীরে তাপমাত্রা কমবে পশ্চিমের জেলাগুলিতে। ভোর ও রাতের দিকে অনুভূত হবে শীতের আমেজ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ