নিরুফা খাতুন: গত কয়েকদিনের বৃষ্টিতে জল থইথই তিলোত্তমা-সহ গোটা বাংলা। ঘর থেকে বেরনো কার্যত দায় হয়ে উঠেছে। ফলে সকলের প্রশ্ন, কবে দেখা মিলবে রোদের? হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ সরলেও সক্রিয় মৌসুমী ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। ফলে আপাতত কয়েকদিন দিনভর চলবে ভারী ও অতিভারী বৃষ্টি। পশ্চিমের চার জেলায কার্যত ভাসবে।
হাওয়া অফিস সূত্রের খবর, নিম্নচাপ সরে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় রয়েছে। তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। তার প্রভাবেই লাগাতার বৃষ্টি চলছে বাংলায়। বুধবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু একাধিক জেলায়। যার জেরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা প্রয়াগরাজ ডালটনগঞ্জ হয়ে বাংলা, ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা উত্তর-পূর্ব আরবসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। এটি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় এবং ঝাড়খণ্ডের উপরে রয়েছে।
যার প্রভাবে আজ, বুধবার পশ্চিমের চারজেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা কার্যত ভাসবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই খবর। আজ, বুধবার উত্তরবঙ্গের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.