Advertisement
Advertisement
WB Weather Update

সপ্তাহান্তে রোদের দেখা, নিম্নচাপের প্রভাবমুক্ত বাংলা?

কী বলছে হাওয়া অফিস?

WB Weather Update: MeT predicts light to moderate rain in this week
Published by: Sayani Sen
  • Posted:July 26, 2025 8:49 am
  • Updated:July 26, 2025 9:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে উধাও বৃষ্টি। শনিবার সকাল থেকে এখনও পরিষ্কার আকাশ। দেখা মিলল রোদের। তবে কি কাটল দুর্যোগ? নিম্নচাপের একটানা বৃষ্টি থেকে রেহাই মিলল বঙ্গবাসীর? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ধীরে ধীরে কাটছে নিম্নচাপের প্রভাব। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী মঙ্গলবার থেকে ফের বদলাতে পারে আবহাওয়া।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ড এলাকায় ঢুকেছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। ক্রমশ দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এছাড়া মৌসুমী অক্ষরেখা জম্মু, চণ্ডীগড়, শাহজাহানপুর, গোরক্ষপুর, পাটনা, রাঁচির পর নিম্নচাপ এলাকার উপর দিয়ে দিঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে নিম্নচাপের এলাকা অর্থাৎ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। তবে এদিন দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টি হতে পারে নদিয়া ও মুর্শিদাবাদে। সোমবার নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়াতে। বৃহস্পতিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ভিজতে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোম থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টির জেরে কমছে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯২ থেকে ১০০ শতাংশ। বৃষ্টি হয়েছে ৭৫.৪ মিলিমিটার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ। তার ফলে বৃষ্টি কমলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement