Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

জামাইষষ্ঠীতে বাদ সাধবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ভাসবে বাংলা?

WB Weather Update: MeT predicts rain on Jamai Sasthi
Published by: Sayani Sen
  • Posted:May 31, 2025 10:16 am
  • Updated:May 31, 2025 10:45 am  

নিরুফা খাতুন: রবিবার জামাইষষ্ঠী। বহু গৃহস্থ বাড়িতে চলছে জোর প্রস্তুতি। বৃষ্টি কি বাদ সাধবে অনুষ্ঠানের? তা যেন লাখ টাকার প্রশ্ন। হাওয়া অফিস বলছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ভাসছে উত্তরবঙ্গ। তবে শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গ। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জামাইষষ্ঠীতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সমস্যায় পড়তে পারেন উত্তরবঙ্গবাসী। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এবার দশদিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা, বিহার, ওড়িশা, সিকিমে ঢুকে পড়েছে বর্ষা। এদিকে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ বাংলাদেশে প্রবেশের পরই শক্তি হারায়। নিম্নচাপ রূপে এই মুহূর্তে মেঘালয়, অসম সংলগ্ন এলাকায় অবস্থান। শনিবার আরও শক্তি হারাবে নিম্নচাপ।

জোড়া ফলায় এদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা। সব জেলাতেই ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি সেলসিয়াস কম। আপেক্ষিক আর্দ্রতা ৭৬-৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement