Advertisement
Advertisement
WB Weather Update

সপ্তাহান্তে ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, কবে আসবে বর্ষা?

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে না বলেই খবর।

WB Weather Update: MeT predicts temperature to rises in Kolkata and adjacent area
Published by: Sayani Sen
  • Posted:June 7, 2025 9:28 am
  • Updated:June 7, 2025 10:04 am  

নিরুফা খাতুন: বিকেলের পর থেকে বৃষ্টি হলেও, গরম থেকে রেহাই নেই। বরং সপ্তাহান্তে বাড়তে পারে তাপমাত্রা। এমনই আশঙ্কার খবর শোনাল আলিপুর হাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে না বলেই খবর।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়বৃষ্টিতে কলকাতার রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। দিন ও রাতের তাপমাত্রা শনিবার সকালে স্বাভাবিকের চেয়ে কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী ৪ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৭-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৪০.৫ মিলিমিটার।

আপাতত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুষ্ক ও গরম আবহাওয়া বজায় থাকবে। তিনদিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তি বজায় থাকবে। শনিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তারপর থেকে আবহাওয়া পরিবর্তের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিরও তাপমাত্রা কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement