Advertisement
Advertisement
WB Weather Update

WB Weather Update: বঙ্গে উত্তরে হাওয়ার আগমন, ২০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

WB Weather Update: Temperature of WB might drop below 20 degrees
Published by: Sayani Sen
  • Posted:October 26, 2023 5:07 pm
  • Updated:October 26, 2023 5:59 pm   

নিরুফা খাতুন: উমা বিদায়ের সাথে সাথেই বঙ্গে উত্তরে হাওয়ার আগমন। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে আগামী দুই-তিনদিনের মধ্যে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তাপমাত্রা।

Advertisement

মহানবমীর বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হয়। বৃষ্টিতে ভেজে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ঘূর্ণিঝড় ‘হামুনে’র প্রভাব আপাতত কেটে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার পুজো কার্নিভ্যালে বৃষ্টি হবে না। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। পরিবর্তে দক্ষিণবঙ্গে আগামী দুই-তিনদিনের মধ্যে তাপমাত্রা ৩ ডিগ্রি নামতে পারে। উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।

[আরও পড়ুন: ‘তল্লাশির নামে রান্নাঘর তছনছ, জামাকাপড় ছবি তুলেছে’, ফিরহাদের বাড়িতে ইডি হামা নিয়ে ক্ষুব্ধ মমতা]

পুজো কানির্ভ্যালের পরদিনই কোজাগরী লক্ষ্মীপুজো। সেদিনও বৃষ্টির সম্ভাবনা নেই। রাতে সামান্য শীতের আমেজ থাকতে পারে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী সপ্তাহখানেক একই রকম পরিবেশ বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না।

[আরও পড়ুন: ‘বালু অসুস্থ, ওর কিছু হলে বিজেপির বিরুদ্ধে FIR করব’, হুঁশিয়ারি মমতার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ