Advertisement
Advertisement
WB Weather Update

বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে নিম্নচাপ, বঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা

জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

WB Weather Update: Weather department issues alert for deep depression
Published by: Sayani Sen
  • Posted:July 19, 2025 11:06 am
  • Updated:July 19, 2025 11:06 am  

নিরুফা খাতুন: উত্তর বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ। বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া। ফের ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলা। ভাসতে পারে উত্তরবঙ্গও। আগামী ২১ জুলাই উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বিকানের থেকে উত্তর-পূর্ব রাজস্থানের গভীর নিম্নচাপের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। উত্তরপ্রদেশের পর ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া ও কাঁথির ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি অবস্থান করছে উত্তর-পূর্ব রাজস্থানে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।

শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে নিম্নচাপের বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তার ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ১০০ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৩২.৬ মিলিমিটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement