Advertisement
Advertisement
WB Weather Update

থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু! কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা?

২ থেকে চার ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

WB Weather Update: When will the monsoon enter South Bengal?
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 3, 2025 9:48 am
  • Updated:June 3, 2025 9:51 am  

নিরুফা খাতুন: নিম্নচাপ কাটতেই দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা। ঘর থেকে বেরতে না বেরতেই গলদঘর্ম অবস্থা। সকলেরই প্রশ্ন, কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা? কিন্তু এখনও সুখবর দিতে পারল না হাওয়া অফিস। জানা যাচ্ছে, পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার জেরে আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে উত্তরের জেলাগুলো।

জানা গিয়েছে, আপাতত গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বৃষ্টির সম্ভাবনা সেঅর্থে নেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা-সহ আট জেলা কার্যত পুড়বে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অস্বস্তিকর আবহাওয়া চরমে। বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে। তবে বৃহস্পতিবার খানিকটা বদলাতে পারে আবহাওয়া। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আজ, মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে। তবে জুন মাসের প্রথম সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। উলটে তাপমাত্রা বাড়তে পারে উত্তরেও। প্রসঙ্ত, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় অতিভারী বৃষ্টির আশঙ্কা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement