Advertisement
Advertisement
WBCHSE HS Result 2024

HS Result 2024: ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালে উচ্চ মাধ্যমিকের ফলাফল, কীভাবে জানবেন? জেনে রাখুন খুঁটিনাটি

বুধবার দুপুর ১টা আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

WBCHSE HS Result 2024: Check HS 2024 Result on Sangbad Pratidin digital
Published by: Paramita Paul
  • Posted:May 6, 2024 10:11 pm
  • Updated:May 8, 2024 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ (WBCHSE HS Result 2024)। বুধবার দুপুর ১টা আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর তিনটে থেকে অনলাইনে জানা যাবে ফলাফল। এরই পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল এবার সরাসরি জানা যাবে ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালেও। জেনে নিন পদ্ধতি।

Advertisement

betvisa888.com ওয়েবসাইটে ঢুকলেই উচ্চ মাধ্যমিক ফলাফল (HS Result 2024) সংক্রান্ত একটি পপ আপ আপনার নজরে পড়বে। তাতে ক্লিক করুন। তার পর ক্লিক করে নির্দিষ্ট জায়গায় ছাত্র বা ছাত্রীর রোল নম্বর এবং জন্মতারিখ টাইপ করলেই কেল্লাফতে। জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। মনে রাখবেন, দুপুর ১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হলেও দুপুর তিনটে থেকে অনলাইনে ফলাফল জানা যাবে।

[আরও পড়ুন: যত প্রয়োজন, তত সংরক্ষণ! ভোটপ্রচারে ৫০ শতাংশের সীমা ছাড়ানোর ঘোষণা রাহুলের]

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি ও শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৬৩ হাজার। ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়। ৮ তারিখ ফলপ্রকাশ হলেও হাত রেজাল্ট মিলবে ১০ মে থেকে। ওইদিন সকাল ১০টা থেকে রেজাল্ট বিলি শুরু হবে।

[আরও পড়ুন: ধর্ষণের মিথ্যে মামলায় ৪ বছর জেলবন্দি! যুবককে মুক্তি দিয়ে তরুণীকেই হাজতে পাঠাল আদালত]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement