শংকরকুমার রায়, রায়গঞ্জ: কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে এখনও উত্তপ্ত বাংলা। কালিয়াগঞ্জের একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা। এরই মাঝে নির্যাতিতার বাড়িতে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রতিনিধিরা। তা নিয়েই ক্ষোভ প্রকাশ করল রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন। টুইটে দাবি করা হল, নাবালিকার মৃত্যু নিয়ে রাজনীতির চেষ্টা চলছে। অর্থাৎ ফের সংঘাতে রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন।
কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়েছে? নাকি প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে আত্মহত্যা? তা নিয়ে কাটাছেঁড়া চলছে। ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁদের মেয়েকে, এই অভিযোগে অনড় মৃতার পরিবার। তবে পুলিশ বলছে অন্য কথা। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ এলাকা। জারি রয়েছে ১৪৪ ধারা। এরই মাঝে রবিবার সকালে কালিয়াগঞ্জের মৃতার বাড়িতে পৌঁছন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-সহ অন্যান্য প্রতিনিধিরা।
সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টার ও বেশি সময় সেখানে ছিলেন প্রিয়াঙ্করা। কথা বলেন নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন। তাদের তরফে রবিবার সকালে টুইট করা হয়েছে। সেখানে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনকে কটাক্ষ করা হয়েছে। বলা হয়েছে, “আইন ভেঙে NCPCR-কালিয়াগঞ্জে গিয়েছে। বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ নিয়ে নোংরা রাজনীতি চলছে।” এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, “বিজেপির দলদাস হয়ে বাংলায় এসেছে ওরা।” এদিকে মৃতার ময়নাতদন্তের রিপোর্ট তলব করে সার্কিট হাউসে অপেক্ষায় NCPCR। কিন্তু প্রায় ২ ঘণ্টা পেরিয়ে গেলেও চিকিৎসক বা পুলিশ কারও দেখাই মেলেনি।
Doing politics with the dead bodies of children in West Bengal by the keepers of child rights! Shameful NCPCR !
— WBCPCR (@WBCPCR)
Ignoring the presence of the state commission for Protection of child rights, the ncpcr blatantly violates the cpcr act and enters WB illegally with the sole purpose of maligning the state. Shameful
— WBCPCR (@WBCPCR)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.