Advertisement
Advertisement
Weather

ফাগুনের শুরুতেই সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস, ক্ষতির আশঙ্কায় কাঁটা কৃষকরা

আলু চাষের সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে, ঠিক কী বলছে হাওয়া অফিস?

Weather forecast in West Bengal: rain may damage crop mainly in South Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:February 18, 2025 10:29 am
  • Updated:February 18, 2025 11:00 am   

নিরুফা খাতুন: শীত বিদায় নিয়ে সবে ক্যালেন্ডারে সবে বসন্ত শুরু হয়েছে। আপন রূপ-রস-গন্ধ নিয়ে ফাগুন এখনও পূর্ণ বিকশিত হয়নি। তারই মাঝে হাওয়া অফিস শোনাল দুঃসংবাদ। পূর্বাভাস বলছে, গোটা সপ্তাহটাই কাটবে বৃষ্টিতে। বুধবার থেকে রবিবার – দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর এই অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কায় কাঁটা কৃষকরা। বিশেষত আলু চাষে ক্ষতি হবে বলে মনে করছে কৃষিবিজ্ঞানী মহল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রায় তেমন হেরফের নেই। সকাল-সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকলেও দিনের বাকি সময়টা উষ্ণ আমেজ টের পাওয়া যাবে।

Advertisement

রাজস্থান, মধ্যপ্রদেশ, অসমে ঘূর্ণাবর্তের ত্রিফলা। এছাড়া নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে। সবমিলিয়ে বুধবার থেকেই আবহাওয়ার ব্যাপক বদলের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বুধবার থেকে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, বাঁকুড়ায়। বৃহস্পতিবার প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। তবে বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম, নদিয়া, দুই বর্ধমানে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলা বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, আলিপুরদুয়ারে কুয়াশার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে গোটা উত্তরবঙ্গ। তবে তাপমাত্রার তেমন হেরফের হবে না। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা সপ্তাহজুড়ে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি থাকবে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির বেশি। আপেক্ষিকশ আর্দ্রতার পরিমাণ ৩৫ থেকে ৯৪ শতাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ