Advertisement
Advertisement
Weather

চড়ছে তাপমাত্রার পারদ, বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি! মুক্তি কবে?

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Weather may change from Wednesday in South Bengal
Published by: Paramita Paul
  • Posted:June 8, 2025 11:24 am
  • Updated:June 8, 2025 11:25 am  

নিরুফা খাতুন: চড়ছে তাপমাত্রার পারদ! গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাস আমজনতার। এই গরম থেকে মুক্তি মিলবে কবে, সেই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বলেছে, বুধবারের পর আবহাওয়া পরিবর্তন।

হাওয়া অফিস বলছে, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে গরম। তিনদিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তিও থাকবে। গরম বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। তবে বুধবারের পর আবহাওয়া পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার বিকেলের দিকে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা ও দুই দিনাজপুরে অস্বস্তিকর আবহাওয়া চলবে।

কলকাতায় রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আজ থেকে দিনের তাপমাত্রাও উর্ধ্বমুখী। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। তবে কলকাতাবাসী আপাতত রেহাই পাচ্ছেন না। কারণ, আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ১২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement