Advertisement
Advertisement
Weather News

রোদের দেখা নাই! মেঘলা আবহাওয়ায় চরম অস্বস্তি দক্ষিণবঙ্গে, কী বলছে পূর্বাভাস?

চলতি সপ্তাহে কোন কোন জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন।

Weather News: Cloudy sky in West Bengal with humid weather
Published by: Sucheta Sengupta
  • Posted:June 23, 2025 11:01 am
  • Updated:June 23, 2025 11:04 am  

নিরুফা খাতুন: বঙ্গে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে মুখ ঢেকেছে রোদ্দুর। টানা বৃষ্টির দোসর প্রায় ২৪ ঘণ্টা মেঘলা আকাশ। চলতি সপ্তাহে আর রোদের দেখা মিলবে না বলে প্রথম দিনই পূর্বভাস শুনিয়ে দিল হাওয়া অফিস। মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোটা রাজ্যে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। আজ, সোমবার কলকাতায় মেঘলা আকাশ। সকালের দিকে সামান্য রোদেলা আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই আকাশ মেঘে ছেয়ে গিয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর মঙ্গল থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। তবে ২৫ জুন, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব অসমে আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে। সেই প্রভাবেই দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

সোমবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। বুধে দুই মেদিনীপুর ছাড়াও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়াতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমের সবক’টি জেলায়।

উত্তরবঙ্গে সোমবার অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে।মঙ্গলবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারে ও দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। আর সেই কারণে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে। তবে বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৬ মিলিমিটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement