Advertisement
Advertisement

Breaking News

Bengal Weather Update

নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডে, কমবে বৃষ্টি? কী পূর্বাভাস হাওয়া অফিসের?

নিম্নচাপ দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Bengal Weather Update: Rainfall likely to decline in next week
Published by: Subhankar Patra
  • Posted:July 11, 2025 12:18 pm
  • Updated:July 11, 2025 4:55 pm  

নিরুফা খাতুন: গাঙ্গেয় বঙ্গ থেকে নিম্নচাপ সরেছে। অবস্থান ঝাড়খণ্ডে। তার ফলে বঙ্গে আবহাওয়ার উন্নতি। তবে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। যার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। ধীরে ধীরে ঝাড়খণ্ড পেরিয়ে উত্তর ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে। এতএব বাংলার নিম্নচাপের ফাঁড়া কেটেছে। তবে মৌসুমি অক্ষরেখা বাংলার দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবেই।

আজ শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম, মুর্শিদাবাদে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আজ শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি।

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি কিছুটা কমবে বলেই পূর্বাভাস। আজ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে। তবে কোনও কোনও জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে আবহাওয়া ফের বদলাবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement