Advertisement
Advertisement
Weather

কাঠফাটা গরম থেকে স্বস্তি? সন্ধ্যায় একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ পশ্চিমে

এগিয়ে আসতে চলেছে বর্ষা পূর্বাভাস হাওয়া অফিসের।

Weather: Thunderstorms forecast in multiple districts in evening

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 11, 2025 10:27 am
  • Updated:May 11, 2025 10:31 am  

নিরুফা খাতুন: তাপদাহে পুড়ছে বাংলা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিজনক আবহাওয়ায় নাজেহাল দশা পথচলতি মানুষের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বুধবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। তবে সন্ধ্যায় দিকে ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সঙ্গে খুশির খবর শুনিয়েছে হাওয়া অফিস। এগিয়ে আসতে চলেছে বর্ষা। মঙ্গলবারের মধ্যে আন্দামান-নিকোবর দীপপুঞ্জে পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বুধ পর্যন্ত গরম বাড়বে কলকাতা-সহ বাকি জেলাগুলিতে। শহরে তাপপ্রবাহ না থাকলেও তাপপ্রবাহের মত অনুভূতি হবে। আজ, রবিবার পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার পর্যন্ত অস্বস্তিকর গরম চলবে। সব জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ বাড়তে পারে।

একই সঙ্গে সন্ধ্যার পর ঝড়বৃষ্টি স্বস্তি দিতে পারে। এদিন উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস। বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বুধে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে গরম আবহাওয়া থাকবে। তবে উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যার প্রভাবে দেশে অনেকটা আগেই বর্ষা ঢুকবে। আগামী তিন-চারদিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণত ২২ জুন আন্দামান-নিকোবর দীপপুঞ্জে মৌসুমী বায়ু প্রবেশ করে। ১ জুন কেরলে ঢোকে। ৮ জুনের-র মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে মৌসুমী বায়ু। এবার তার আগেই কেরলে বর্ষা প্রবেশের পূর্বাভাস রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement