নিরুফা খাতুন: শ্রাবণ শেষের পথে। ক্যালেন্ডারের হিসেবমতো ধীরে ধীরে বর্ষা বিদায় নেওয়ার পালা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়ায় সেই ইঙ্গিত। তবে এখনই বৃষ্টি থেকে রক্ষা নেই। উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে কমতে পারে বৃষ্টি। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে। এমনই দুঃসংবাদ শোনাল আবহাওয়া দপ্তর। সবমিলিয়ে চলতি সপ্তাহে আবহাওয়া খেলা দেখাতে চলেছে বঙ্গ জুড়েই।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার ১৩ই আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা ফরিদকোট, লুধিয়ানা, নাজিমাবাদ, শাহজাহানপুর বাল্মিক নগর এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব আরব সাগর উত্তর-পূর্ব অসম এবং কর্নাটকে রয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা। সোমবার থেকেই অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরের জেলাগুলিতে।
কলকাতায় আজ, সোমবার স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি কম হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েকদিন কমবে বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই বৃষ্টি না হলেও ঘর্মাক্ত পরিবেশ থাকবে। এই সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা
থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.