Advertisement
Advertisement
Weather Update

দুর্যোগ চলবে উত্তরে, আজ ভারী বৃষ্টি দক্ষিণের ৬ জেলাতেও

মৌসুমী বায়ুর দাপটে ভিজবে গোটা রাজ্য।

Weather Update: Heavy Rain alert for 6 districts in South Bengal

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:July 3, 2024 9:14 am
  • Updated:July 3, 2024 9:14 am   

নিরুফা খাতুন: মৌসুমী বায়ু সক্রিয় হতেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। মঙ্গলবার থেকে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাত চলছে। আজ, বুধবার থেকে বৃষ্টি আরও বেড়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

এদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি চলছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,মুর্শিদাবাদ এবং বীরভূমে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতা ও তৎসংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।

[আরও পড়ুন: গুরুর পায়ের ধুলো নেওয়ার তাড়াতেই দুর্ঘটনা হাথরাসে! মৃতের সংখ্যা বেড়ে ১২১]

উত্তরবঙ্গেও দুর্যোগ আরও বাড়বে। মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত রয়েছে। পার্বত‌্য জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণ চলতে থাকবে। নিচের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার পর্যন্ত সেখানে দুর্যোগ চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

এদিকে বৃষ্টি বাড়তেই তাপমাত্রা অনেকটা নিচে নেমেছে। দহনজ্বালা ও অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি মিলেছে। মঙ্গলবা শহরে সর্বোচ্চ পারদ ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। আজও, পারদ কম থাকবে। দিনভর আকাশ মেঘলা থাকবে।

[আরও পড়ুন: কলম্বিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের, কোপার কোয়ার্টার ফাইনালে ভিনিসিয়াসরা]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ