Advertisement
Advertisement
West Bengal Weather Update

ফের জোড়া নিম্নচাপ কাঁটা বঙ্গে! চলতি সপ্তাহে ফের ভাসতে পারে একাধিক জেলা

পূর্বাভাসে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?

Weather Update: Heavy rain will continue in West Bengal as depression to arise

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:July 22, 2025 10:01 am
  • Updated:July 22, 2025 12:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা কয়েকদিন বৃষ্টিবাদলার পর মেঘের আড়াল সরিয়ে উদয় হয়েছে তেজি সূর্য। গত দিন দুই ধরে তীব্র রোদ আর গরমে টের পাওয়ার উপায় ছিল না যে ঋতুটা বর্ষা। রোদ দেখে কারও কারও মুখে হাসি ফুটলেও তা বেশিদিন স্থায়ী হচ্ছে না। চলতি সপ্তাহেই বঙ্গে ফের ধেয়ে আসতে চলেছে জোড়া নিম্নচাপ, আর তার জেরে মধ্যভাগ থেকে আবারও বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা। হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত এমনই।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার থেকে উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে একটি নিম্নচাপ। এছাড়া বাংলা-বাংলাদেশ-ওড়িশা লাগোয়া সাগরে আরও এক নিম্নচাপ তৈরি হচ্ছে। জোড়া কাঁটায় বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। সপ্তাহান্তেও এমনই থাকবে আবহাওয়া, বলছে হাওয়া অফিস। ২৬ জুলাই পর্যন্ত ভাসতে পারে দক্ষিণবঙ্গ। এর মধ্যে নতুন করে বন্যার আশঙ্কাও থাকছে।

আবহাওয়াবিদদের মতে, বুধবার শুধুমাত্র উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। পরদিন অর্থাৎ ২৪ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। শুক্রবার, ২৫ জুলাই পশ্চিমের জেলাগুলিও ভাসতে পারে ভারী বৃষ্টিতে। এদিকে, ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা এখনও জলমগ্ন। ভারী বৃষ্টি হলে আবার ডিভিসি জল ছাড়তে পারে। তার জেরে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা থাকছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও আপাতত ভারী বর্ষণ চলবে বলে পূর্বাভাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তরাই-ডুয়ার্স এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছেন আবহবিদরা।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ