Advertisement
Advertisement
West Bengal Weather Update

দেবীপক্ষে আকাশের মুখ ভার! দক্ষিণবঙ্গে অব্যাহত বৃষ্টি, স্বস্তি উত্তরবঙ্গে

পুজো শুরুর সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন।

Weather Update in West Bengal: drizzling to continue in South Bengal in coming few days
Published by: Sucheta Sengupta
  • Posted:September 22, 2025 11:30 am
  • Updated:September 22, 2025 1:54 pm   

নিরুফা খাতুন: দেবীপক্ষের দোসর বৃষ্টি। শারদোৎসবের সূচনা হয়ে গেলেও আকাশের মুখ ভার, রোদের তেমন দেখা নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি। সকাল থেকে ঝিরিঝিরি বর্ষণ কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর। ধীরে ধীরে কমছে বৃষ্টি। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে বৃষ্টিকে সঙ্গী করেই প্রাক পুজো মণ্ডপ দর্শন করতে হবে উৎসবপ্রেমী বাঙালিকে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে সোমবার উত্তর পূর্ব-বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। এদিকে, পূর্ব-মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অভিমুখ হবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে শনিবারের মধ্যে। দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এর প্রভাব থাকবে। যার জেরে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,কলকাতা-সহ সব জেলাতেই সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া জেলাতেও। আগামী তিনদিন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার একইরকম আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। স্থানীয়ভাবে দু-এক জায়গায় কখনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ, সঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি, নয়ত আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি মনে হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ