Advertisement
Advertisement
West Bengal Weather Update

ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! রোদ ঝলমলে আবহাওয়ার মাঝেও বৃষ্টির আশঙ্কা

সপ্তাহের মাঝামাঝি সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।

Weather Update in West Bengal: rain forecast in this week due to depression

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:August 26, 2025 10:59 am
  • Updated:August 26, 2025 12:27 pm   

নিরুফা খাতুন: বঙ্গ ছেড়ে বর্ষা যেন যেতেই চাইছে না! ক্যালেন্ডারের পাতায় শরৎ এসে গিয়েছে এক সপ্তাহ হয়ে গেল। আকাশে পেঁজা তুলো মেঘও উঁকিঝুঁকি দিচ্ছে। শেষ শ্রাবণের বারিধারা শান্ত হয়ে রোদ ঝলমলে আবহাওয়া দক্ষিণবঙ্গে। কিন্তু তা ক্ষণস্থায়ী বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। ফের নিম্নচাপের চোখরাঙানিতে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। সমুদ্র হয়ে উঠবে উত্তাল। তাই বৃহস্পতি ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এখনই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়া মৌসুমী অক্ষরেখাটি এখনও সক্রিয়। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর প্রভাবেই সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কা। প্রভাব পড়বে বাংলা ও ওড়িশার উপকূলবর্তী এলাকায়। তাই দুই রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিয়ে কড়া সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টি সম্ভাবনা নেই। তবে মাঝেমধ্যে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। এছাড়া নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে উপকূলীয় জেলা দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ছাড়াও কলকাতা, হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পাহাড়ি চার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বুধবারও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। শুক্রবার ফের ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় আজ দিনভর পরিষ্কার আকাশ। মাঝে হালকা বৃষ্টি হতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তথা আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ