Advertisement
Advertisement
West Bengal Weather Update

উত্তরবঙ্গকে তছনছ করে সরছে বৃষ্টি-কাঁটা? সপ্তাহান্তে বর্ষা বিদায়ের পূ্র্বাভাস

কবে থেকে বঙ্গে হাওয়া বদল?

West Bengal Weather Update: Rain likely to end soon, says Alipore office

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:October 7, 2025 11:02 am
  • Updated:October 7, 2025 12:51 pm   

নিরুফা খাতুন: একরাতের ভারী বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। তবে আপাতত দুর্যোগের মেঘ কেটেছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে বর্ষা বিদায়ের ইঙ্গিতও মিলেছে। তবে কি উত্তরবঙ্গে বিপর্যয় নামিয়ে এবার সত্যিই বিদায় নিতে চলেছেন বর্ষা? তেমনিই অনুমান আবহাওয়া দপ্তরের। সপ্তাহান্তে উপযুক্ত পরিবেশ তৈরি হলে এবছরের মতো ইতি পড়বে বৃষ্টির মরশুমে। বঙ্গে অবশ্য এখনই আর কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। সপ্তাহের মাঝামাঝি থেকে কমতে পারে বর্ষণ।

Advertisement

জানা গিয়েছে, এই মুহূর্তে বর্ষার বিদায়রেখার অবস্থান গুজরাটের ভিরাবল থেকে উজ্জ্বয়ন, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বিস্তৃত। তবে তা থমকে রয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে উপযুক্ত পরিবেশ তৈরি হলে বর্ষা বিদায় নিতে পারে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে। বাংলায় কবে হাওয়া বদল? অবিরাম বর্ষণে ইতি পড়বে কবে? সে বিষয়ে নির্দিষ্ট করে এখনই কিছু বলা না গেলেও আবহবিদদের অনুমান, খুব শিগগিরই সেই সুদিন আসবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। আজ, মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। রোদ ঝলমলে পরিবেশ, কোথাও আংশিক মেঘলা আকাশ।

এদিকে, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূ্র্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। সপ্তাহান্ত অর্থাৎ শনি, রবিতে বৃষ্টি আরও কমতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গেও। তবে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের প্রভাব বিস্তার করেছে। আগামী ২৪ ঘন্টায় আরও একটি পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকতে পারে এবং আফগানিস্তানের উপর ঘনীভূত হওয়া আরেকটি ঝঞ্ঝাও ভারতের অভিমুখে আসতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবারও এসব জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

কলকাতায় আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও রোদ ঝলমলে আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দু, এক পশলা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮২ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ