Advertisement
Advertisement
Weather Update

বিরামহীন শ্রাবণধারা! সপ্তাহভর ভিজবে গোটা বঙ্গ, কোথায় কোথায় বেশি বৃষ্টি?

নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা হাওয়া অফিসের।

Weather Update in West Bengal: rain to continue this week, forecast by Alipore Weather Office

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 1, 2025 11:29 am
  • Updated:July 1, 2025 12:24 pm  

নিরুফা খাতুন: বৃষ্টির বিরাম নেই। কখনও কখনও অবিরাম বারিধারা একটু বিশ্রাম নিলেও মেঘলা আকাশে উঁকি দিচ্ছে না রোদের কণাও। চলতি বছর বঙ্গে একেবারে ভরপুর বর্ষা। আষাঢ়ের শুরু থেকে সেই যে শুরু হয়েছে, এখনও টানা চলছেই। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একটু কমবে। তবে নিস্তার নেই। শুক্রবার থেকে সপ্তাহান্তে ফের ভাসতে চলেছে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিশেষ সতর্কতার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। তাই শুক্রবার থেকে রবিবার, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমলেও শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি। সপ্তাহান্তে উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহ জুড়ে দিনভর মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গী প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া। শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বঙ্গোপসাগরের নিম্নচাপটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। ধীরগতিতে তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে।

উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ পার্বত্য পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু, এক পশলা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।

কলকাতায় দিনভর প্রধানত মেঘলা আকাশ। দু, এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি, বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯১ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৭.৮ মিলিমিটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement