Advertisement
Advertisement
Weather Update

নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় জারি নিষেধাজ্ঞা।

Weather Update, Low pressure causes intermittent rain in South Bengal, what will be the weather in Kolkata

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:July 7, 2025 10:21 am
  • Updated:July 7, 2025 10:26 am  

নিরুফা খাতুন: সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখভার। দফায় দফায় চলছে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে। তার জেরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের বিভিন্ন জেলায়। সেই বার্তাই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আজ সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে খবর। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের এদিন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। সেটির অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। আগামীতে খুব ধীর গতিতে সেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে বলে খবর।

কলকাতায় আজ, সোমবার দিনভর মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতাও থাকছে। আগামিকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। আকাশ খানিক পরিষ্কার হয়ে রোদ ওঠার সম্ভাবনা আছে। পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯২ শতাংশ। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা থাকছে না। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলার দু’এক জায়গায় থাকবে। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

উত্তরবঙ্গেও একইভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ, সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহষ্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্র ও শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement