Advertisement
Advertisement

Breaking News

Weather Update

উত্তরবঙ্গে আগামী দু’দিন প্রবল বৃষ্টি! কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ বৃষ্টি কোন কোন জেলায়?

Weather Update: Massive rainfall in North Bengal for next two days
Published by: Subhankar Patra
  • Posted:May 30, 2025 10:45 am
  • Updated:May 30, 2025 12:11 pm  

নিরুফা খাতুন: নিম্নচাপের ফলে বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। তবে নিম্নচাপের প্রভাব কমছে। নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে। ফলে বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণের পূর্বের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। এক দিকে মৌসুমী অক্ষরেখা ও অন্যদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি পূর্বাভাস উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের অভিমুখ রয়েছে বাংলাদেশের দিকে। পূর্বাভাস উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায় বৃষ্টি হবে। তবে কোথাও প্রবল বর্ষণের আশঙ্কা নেই। শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের চার জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

আজ, শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। আগামিকাল থেকে পরিষ্কার আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস কম।

এদিকে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বর্ষণের আশঙ্কা। উপরের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবারেও প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement