Advertisement
Advertisement

Breaking News

West Bengal Weather Update

এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই! কোন পথে এগোচ্ছে নিম্নচাপ? জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা।

West Bengal Weather Update: Met Department's Prediction on the Depression
Published by: Suhrid Das
  • Posted:October 3, 2025 10:57 am
  • Updated:October 3, 2025 1:26 pm   

নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে এই মুহূর্তে দক্ষিণ ওড়িশার কাছেই অবস্থান করছে নিম্নচাপ। ক্রমে সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিনত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ওড়িশার ফুলবনি এলাকার উপরে গভীর নিম্নচাপের প্রভাব পড়বে বলে প্রাথমিক খবর। বাংলায় এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে? সেই প্রশ্ন উঠেছে। হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী দু’দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Advertisement

কলকাতায় এখনই নাছোড় বৃষ্টি কমছে না। আজ শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মহানগরে। এদিনও সকাল থেকে মেঘলা আকাশ। গত দু’দিনের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৯.১ মিলিমিটার। আগামী কাল, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই খবর।

নিম্নচাপের প্রভাবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন বীরভূমে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতেও। পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। উপকূল এলাকাতেও ঝোড়ো হাওয়া বইবে বলে আশঙ্কা।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে। আগামী কাল, শনিবার থেকে দুর্যোগ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে খবর। কমলা সতর্কতা জারি হয়েছে জেলাগুলিতে। রাজ্যজুড়ে আরও দু’দিন দুর্যোগ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ