Advertisement
Advertisement
Weather Update

দক্ষিণবঙ্গে আপাতত বর্ষামঙ্গল নয়! চড়বে পারদ, বাড়বে অস্বস্তি, মৌসুমীর আগমন কবে?

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে।

Weather Update: Monsoon in South Bengal expected after 12 June
Published by: Paramita Paul
  • Posted:June 5, 2025 12:05 pm
  • Updated:June 5, 2025 2:12 pm   

নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উলটে আগামিকাল, শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে।

Advertisement

হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয়, বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তাই নির্ধারিত সময় ১০ জুন পার করেই বঙ্গের দক্ষিণভাগে আসবে বর্ষা, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ১২ জুন আবহাওয়ার পরিবর্তন বা হওয়ার গতিবেগ বদলাতে পারে। বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। সেই অনুকূল পরিবেশে বর্ষা আসতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের।

আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে হাওয়ার গতিবেগ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ঝোড়ো বাতাস বইবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায়। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। গরম ও অস্বস্তি বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরে উপরের পাঁচ জেলাতে আজও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশ কিছুটা কমবে। একটানা বৃষ্টিতে ধসের আশঙ্কা এবং নদীর জলস্তর বাড়ছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামিকাল, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ