Advertisement
Advertisement
Weather Update

সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখা! রবি-সোম বৃষ্টি দক্ষিণবঙ্গে, কবে ঢুকছে বর্ষা?

আজ কলকাতার আবহাওয়া কেমন?

Weather Update: Monsoon likely to set in, South Bengal will face rainfall
Published by: Subhankar Patra
  • Posted:June 15, 2025 10:54 am
  • Updated:June 15, 2025 10:54 am  

নিরুফা খাতুন: সকাল থেকেই মুখ ভার আকাশের। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শহরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ রবিবার কলকাতায় দিনভর আবহাওয়া এই রকমই থাকবে। বিকেলের দিকে বজ্রবিদুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা আছে। সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখাও।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি। যা থেকেএকটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। তার জেরে মঙ্গল বা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করতে পারে। এদিকে সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখাও। 

হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম মুর্শিদাবাদ, নদিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ দিনভর কলকাতার আকাশ মেঘলাই থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম ও অস্বস্তি বজায় রয়েছে।  আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি।

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার দার্জিলিং ও কালিম্পং এ প্রবল বর্ষণের আশঙ্কা। মালদহ ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা জলঢাকা-সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমতে পারে তাই সড়কপথে যান চলাচলের সতর্কতা পরামর্শ পর্যটকদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement