নিরুফা খাতুন: ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ। কবে মিলবে মুক্তি? কবে কালবৈশাখীর দাপটে ওলটপালট হবে শহর? কবে স্বস্তির বৃষ্টিতে ভিজবে কলকাতা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শহরবাসীর মনে। এমন পরিস্থিতিতে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি হতে পারে কলকাতায়। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাবে আজ, বৃহস্পতিবার থেকে সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই ছয় জেলাতে-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। শনি ও রবিবারেও ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে ঝড়বৃষ্টি হলেও আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও বড়সড় পরিবর্তন নেই।
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার ও শনিবার উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। আগামী দুই-তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.