Advertisement
Advertisement
Weather Update

বর্ষণকে সঙ্গী করে দেবীপক্ষের সূচনা, উৎসবের প্রাক্কালে কী পূর্বাভাস হাওয়া অফিসের?

বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে দক্ষিণবঙ্গে।

Weather Update: Rain continues during Debipakkha in South Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:September 21, 2025 10:31 am
  • Updated:September 21, 2025 10:44 am   

নিরুফা খাতুন: দেবীপক্ষের সূচনা হয়ে গেলেও বৃষ্টি পিছু ছাড়েনি। রবিবার, মহালয়ার দিন শুধুমাত্র তর্পণের সময়টুকুই ছাড়! দুপুর পেরলেই হাওয়া বদল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী কয়েকটা দিন এরকমই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। অর্থাৎ দুর্গাপুজোর মূল পর্বে প্রবেশের আগেও আনন্দে ভাটা পড়তে পারে স্রেফ বৃষ্টির কারণে। তবে আগামী সপ্তাহান্তে কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ। নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের প্রভাবে এমন আবহাওয়া বলে জানা গিয়েছে। তবে রোদ-বৃষ্টির খেলার মাঝে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। পুজোয় হয়ত ঘর্মাক্ত পরিবেশেই প্যান্ডেল হপিং চলবে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২২ সেপ্টেম্বর, সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। অন্যদিকে, মায়ানমার ও বাংলাদেশ উপকূলে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তী ২-৩ দিনে। আর তখনই অঝোর বৃষ্টির আশঙ্কা।

আজ, মহালয়ার দিন সকালে আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিবেশ দক্ষিণবঙ্গে। দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বেশ কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও। মঙ্গলবারও ভারী বৃষ্টির হতে পারে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কিছু অংশে। বুধবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

উত্তরবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। দার্জিলিং থেকে মালদহ – সমস্ত জেলাই ভিজবে বৃষ্টিতে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার বৃষ্টির পরিমাণ একটু কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ ও দুই দিনাজপুরে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের সব জেলাতেই। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলায়।

কলকাতায় অবশ্য মহালয়ার দিন সকালে বৃষ্টির সম্ভাবনা কম। বেলা বাড়লেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে। অন্যথায় আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৫ থেকে ৯৭ শতাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ