Advertisement
Advertisement
Weather Update

বর্ষা-মঙ্গল! ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

হাওয়া অফিসের পূর্বাভাস, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে।

Weather Update: Rain in Kolkata and adjacent areas, it will continue according to the forecast
Published by: Sucheta Sengupta
  • Posted:June 17, 2025 9:25 am
  • Updated:June 17, 2025 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলে প্রবল বর্ষা, বঙ্গে বর্ষামঙ্গল! ভোর থেকে টানা বৃষ্টিতে ভিজল কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলি। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা একেবারে বৃষ্টিস্নাত। কোথাও কোথাও রাত থেকেই শ্রাবণের ধারা। টানা বৃষ্টিতে দক্ষিণ তাপমাত্রা খানিকটা কমলেও স্বস্তি বিশেষ নেই। কারণ, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ঘর্মাক্ত পরিবেশে অস্বস্তি থাকছেই। চলতি সপ্তাহে এমনই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে, পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

তবে কি পুরোদমে বর্ষার আগমন ঘটল দক্ষিণবঙ্গে? ক্যালেন্ডারের পাতায় আষাঢ় এসে গিয়েছে। আর সেইসঙ্গে হাওয়া অফিসও জানাল, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় মঙ্গলবার থেকেই বর্ষার মরশুম শুরু হয়ে গেল। বলা হচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের রেশ ধরেই বর্ষার আগমন ঘটবে। তার আগে অবশ্য নিম্নচাপের বারিধারায় ভিজতে হবে আগামী দিন দুয়েক।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চল অর্থাৎ দুই জেলা – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানেও চলবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চল অর্থাৎ দুই জেলা – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানেও চলবে বৃষ্টি। এই বৃষ্টি অবশ্য খুব একটা স্বস্তিদায়ক হচ্ছে না বঙ্গবাসীর কাছে। কারণ, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। সেই কারণে অস্বস্তি জারি থাকবে। তবে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, পুরোদমে বর্ষা এসে গেলে তাপমাত্রা গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। এদিকে, মঙ্গল-বুধে বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement