Advertisement
Advertisement
Weather Update

বাংলার আকাশে দুর্যোগের মেঘ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ভাসবে চার জেলা

আগামী সপ্তাহে ২৭ মে, মঙ্গলবার মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ।

Weather Update: Rain lash out 4 districts due to low pressure belt
Published by: Paramita Paul
  • Posted:May 23, 2025 10:05 am
  • Updated:May 23, 2025 10:05 am  

নিরুফা খাতুন: ফের মে মাসে বাংলার আকাশে দুর্যোগের মেঘ! এমনিতেই মে মাস নিয়ে বঙ্গবাসীর আতঙ্কের শেষ নেই! কারণ বছর কয়েক আগে এই মাসেই ধেয়ে এসেছিল আয়লা, আমফানের মতো একের পর এক ঘূর্ণিঝড়। আবার এমন এক দুর্যোগের আশঙ্কা দানা বাঁধছে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে আগামী সপ্তাহে চার জেলা ভাসবে বৃষ্টিতে। তবে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহে ২৭ মে, মঙ্গলবার মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা। এদিকে নিম্নচাপের প্রভাবে ২৮ মে, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে। শুধু বঙ্গোপসাগর নয়, আরব সাগরেও ক্রমশ নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

এদিকে আজ, শুক্রবার ও কাল, শনিবার বাংলা জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গের তিন-চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আগামী কয়েকদিন কলকাতা-সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগে বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছিল, ১৬-১৮ মে-র মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ২৪-২৬ মের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরই ওড়িশা উপকূল থেকে চট্টগ্রাম উপকূলের মধ্যে যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’। আবহাওয়াবিদরা বলছে, বাংলার উপকূলভাগ থেকে বাংলাদেশের খুলনার বিস্তীর্ণ এলাকায় মারাত্মক প্রভাব ফেলতে পারে এই ঝড়। প্রসঙ্গে বলে রাখা দরকার, এবার এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ‘শক্তি’ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement