Advertisement
Advertisement
West Bengal Weather Update

সরছে নিম্নচাপ, বৃষ্টি-কাঁটা থেকে মুক্তি দক্ষিণবঙ্গের? কী জানাচ্ছে হাওয়া অফিস?

বাতাসে আর্দ্রতার জেরে অস্বস্তিকর আবহাওয়া থেকে আপাতত মুক্তি নেই।

Weather Update: Rainfall likely to decrease in West Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:August 25, 2025 11:01 am
  • Updated:August 25, 2025 12:41 pm   

নিরুফা খাতুন: ঝাড়খণ্ডের নিম্নচাপ ক্রমশ সরে যাচ্ছে মধ্যপ্রদেশের দিকে। তবে দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি সক্রিয় হচ্ছে। এসবের প্রভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের ইঙ্গিত। ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উত্তাল হতে পারে। তাই বাংলা ও ওড়িশায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমবে। সপ্তাহান্তে অবশ্য ফের বৃষ্টিতে ভাসার আশঙ্কা। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। সপ্তাহের শুরুর দিন রাজ্যের আবহাওয়া নিয়ে এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ, সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। মঙ্গল ও বুধবার বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিকে, দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সকাল থেকে রোদের দেখা মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ খানিকটা মেঘলা হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ। বাতাসে জলীয় বাষ্প বেশি। তাই বৃষ্টি না হলে অস্বস্তি জারি থাকবে। আবার সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টি সাময়িক বিরতি নিতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সোমবার পাহাড়ি তিন জেলা – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গল থেকে বৃহস্পতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ দু, এক পশলা বৃষ্টি চলবে। কলকাতাতেও একই পরিস্থিতি। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ভারী বৃষ্টি হবে না শহরে। তবে আংশিক মেঘলা আকাশ, হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ থেকে ৯৭ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ১.৯ মিলিমিটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ