Advertisement
Advertisement
Weather Update

শরতের আগমনী আবহে হিমের পরশ! ঝেঁপে বৃষ্টিতে নিম্নমুখী বঙ্গের তাপমাত্রা

কী বলছে হাওয়া অফিস? পুজোর কেনাকাটা করতে বেরনোর আগে জেনে নিন।

Weather Update: Temperature dips slightly after rain in South Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:September 16, 2025 11:58 am
  • Updated:September 16, 2025 12:03 pm  

নিরুফা খাতুন: শরতেও হিমেল পরশ! গত দু’দিন ধরে ঝেঁপে বৃষ্টিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী। বেশ খানিকটা কমল উষ্ণতা। পুজোর মুখে কিছুটা আরামদায়ক আবহাওয়াই বলা চলে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি থাকায় বৃষ্টি না হলে অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার মূলত মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া জেলায়।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরেও। উত্তরপূর্ব বাংলাদেশ এবং মধ্য অসম সংলগ্ন এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। আর তাতেই বৃষ্টি। বুধবারও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়ায়। সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টির পরিমাণ কমবে।

উত্তরবঙ্গে আজ ও বুধবার অতি ভারী বৃষ্টির‌ সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য পাঁচ জেলা ও উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টিতে ভিজবে প্রায় সব জেলাই। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। আজ, মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাকি জেলাতে।

কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টি হলে মিলবে সাময়িক স্বস্তি। না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৫ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৪৮.১ মিলিমিটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement