Advertisement
Advertisement
Weather Update

মার্চের শুরুতেই পুড়বে দক্ষিণবঙ্গ? ৩০ ডিগ্রির গণ্ডি ছাড়াতে পারে তাপমাত্রার পারদ

বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।

Weather Update: Temperature of Kolkata likely to soar over 30 degrees in March
Published by: Subhankar Patra
  • Posted:February 28, 2025 10:46 am
  • Updated:February 28, 2025 11:01 am   

নিরুফা খাতুন: রাজ্যে প্রবেশ করছে দক্ষিণা হাওয়া। তবে বসন্তের ছোঁয়া দক্ষিণবঙ্গবাসী কতটা পাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসের শুরুতেই গরমে পুড়বে বাংলা! তিন থেকে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।

Advertisement

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। মার্চ মাসের শুরুতেই দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। দিনের তাপমাত্রার সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রাও।

কলকাতার ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৫ থেকে ৯৪ শতাংশ।

এদিকে দক্ষিণবঙ্গে এখন থেকেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর ও কোচবিহারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাতের পূর্বাভাস। সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় পড়বে। শুক্রবার তুষারপাতের সম্ভাবনা বেশি রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ