Advertisement
Advertisement
Weather Update

হাঁসফাঁস গরমের মাঝে বঙ্গে স্বস্তির বৃষ্টি! একরাতে ৬ ডিগ্রি নামল তাপমাত্রা

সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা।

Weather Update: Temperature reduced 6 degrees after rain

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 4, 2025 10:52 am
  • Updated:June 4, 2025 2:15 pm  

নিরুফা খাতুন: হাঁসফাঁস গরমে অস্বস্তি বাড়ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। গতকাল মঙ্গলবার রাতে ব্যাপক ঝড়বৃষ্টি হয়। তার জেরে একধাক্কায় কলকাতায় রাতের তাপমাত্রা নামল ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা আছে। তবে ঝড়বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়বে। সেই কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ বুধবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে এখনই দক্ষিণবঙ্গে বর্ষা আসবে না বলে জানানো হয়েছে। ১২ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে অনুমান হাওয়া অফিসের।

আজ, বুধবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া ছিল। গতকালের বৃষ্টির জেরে এদিন বেলা বাড়লেও কিছুটা স্বস্তি থাকবে। আজ ও আগামী কাল দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতিও হতে পারে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ১০০ শতাংশ। আজ দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। উপরের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement