Advertisement
Advertisement
Weather Update

উমার বিদায়বেলায় ঘনাচ্ছে দুর্যোগ! নিম্নচাপের জেরে কমলা সতর্কতা জারি কলকাতায়

শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে।

Weather Update, Unrelenting rain in South Bengal including Kolkata till Saturday
Published by: Suhrid Das
  • Posted:October 2, 2025 10:40 am
  • Updated:October 2, 2025 3:09 pm   

নিরুফা খাতুন: দশমীতে উমার বিদায়লগ্নে দুর্যোগ কি আরও ঘনিয়ে আসবে! বৃহস্পতিবার সকালের বৃষ্টি দেখে সেই প্রশ্নই উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তরও বিশেষ আশার কথা শোনায়নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে এদিনই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে নাছোড় বৃষ্টি পিছু ছাড়ার বদলে আরও বেগ বাড়াবে বলেই খবর। সেই ইঙ্গিতই দিয়েছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ, বৃহস্পতি ও আগামী কাল, শুক্রবার। কলকাতায় জারি হয়েছে কমলা সতর্কতা। 

Advertisement

নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ কিমি। বাংলা, ওড়িশার মৎস্যজীবীদের আগামী কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে ঝড়বৃষ্টির প্রভাব বাড়তে পারে বলে খবর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কাল, শুক্রবার সকালে অতি গভীর নিম্নচাপটি ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। পুরীর কাছাকাছি স্থলভাগ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা বেশি বলে অনুমান করা হচ্ছে। এদিন দিনভর শহর কলকাতায় মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.০ মিলিমিটার।

আজ দশমীতে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা ও হাওড়াতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা আছে। উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। উপকূল এলাকায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কাল, শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। উপরের দিকের জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে প্রাথমিকভাবে খবর। সোমবার থেকে বৃষ্টির পরিমান কমবে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ