Advertisement
Advertisement
thunderstorm

নববর্ষের বিকেলেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, প্রবল বর্ষণে ভিজতে পারে দক্ষিণবঙ্গ

বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার পর্যন্ত আবহাওয়া খারাপ থাকতে পারে।

West Bengal may witness thunderstorm on Bengali new year

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:April 14, 2020 1:46 pm
  • Updated:April 14, 2020 1:46 pm  

নবেন্দু হাজরা: বাংলা বছরের শুরুর দিনেই প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেল আবহাওয়া দপ্তর সূত্রে। আরও জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বেলা বাড়লে আবহাওয়া (weather) ‘র পরিবর্তন হবে। আর বিকেল ও সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আজ বিকেলে কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায়। এমনিতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭,১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৯৪ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি শহরে।

[আরও পড়ুন: মন খারাপের পয়লা বৈশাখ, শুভেচ্ছা বিনিময় ভুলে সমাজসেবায় মনোনিবেশ রাজ্যের মন্ত্রীদের ]

 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সিকিম ও উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা উপকূল পর্যন্ত। এর প্রভাবেই আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকেলে বৃষ্টি হওয়ার পাশাপাশি বুধবারও রাজ্যের বেশিরভাগ জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতি ও শুক্রবার সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টিও হতে পারে।

[আরও পড়ুন: লিলুয়ায় করোনা পজিটিভের হদিশ, আক্রান্তের বিদেশ যোগ না থাকায় চিন্তায় প্রশাসন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement