সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের নিম্নমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমল আক্রান্তের সংখ্যা। ধারা বজায় রেখে করোনায় ফের মৃত্যুহীন বাংলা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। যদিও তা মঙ্গলবারের তুলনায় কিছুটা কম। পজিটিভ কেস বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৯ হাজার ৪৪৪। তবে ধারা বজায় রেখে বুধবারও মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ২১ হাজার ২০৪ জনের। মৃত্যুহার ১.০৫ শতাংশ। ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৫ জন। এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৭ হাজার ৮৮৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
গত ২০২০ সালের মার্চ থেকে করোনায় গোটা বিশ্বে থাবা বসায়। কার্যত স্তব্ধ হয়ে যায় দেশ। করোনাকে ঠেকাতে সেই সময় থেকে নমুনা পরীক্ষার উপর জোর দেন বিশেষজ্ঞরা। সামান্য উপসর্গ দেখা দিলেই আইসোলেশনে যাওয়া পরামর্শ দেন তাঁরা। তবে বর্তমানে টেস্টের আগ্রহ কমেছে খানিকটা। একদিনে ৮ হাজার ২৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ১৫ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৪৯ শতাংশ।
করোনা মোকাবিলায় টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। একদিনে মোট ৫৩ হাজার ৪৯৫টি ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ২৯ লক্ষ ৩৬ হাজার ৬৬২।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.