Advertisement
Advertisement
COVID-19

COVID-19: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ১, চতুর্থ ঢেউ কি আসন্ন? উত্তর দিল ICMR

রাজ্যে অ্যাকটিভ কেসও ঊর্ধ্বমুখী।

West Bengal reports 53 new COVID-19 cases and 1 death in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 1, 2022 7:18 pm
  • Updated:May 1, 2022 7:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে রাজধানী দিল্লির করোনা সংক্রমণ বাড়লেও বাংলার কোভিড গ্রাফ বিশেষ উদ্বেগজনক নয়। গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস বাড়লেও অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ।

Advertisement

রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৩ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের থেকে বেড়ে হয়েছে ০.৫০ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৩১৩ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২১ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৭১৪ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। বর্তমানে অ্যাকটিভ কেস ৩৯৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩৯১ জন। হাসপাতালে ভরতি ৬ জন করোনা আক্রান্ত।

[আরও পড়ুন: গত ১ বছরে দলে ঢুকেছে বেনোজল! TMC সরকারের বর্ষপূর্তিতে পোস্ট দেবাংশুর, বিতর্ক হতেই মুছলেন]

প্রায় গোটা এপ্রিলই বাংলা করোনায় মৃত্যুহীন ছিল। তবে গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারালেন একজন। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০২ জন। কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১০ হাজার ৬৫০ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫০ লক্ষ ৬৬ হাজার ১৭২টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৪০ হাজার ৭৯১ জন। 

চলতি বছরের মাঝপথেই কি দেশে আছড়ে পড়বে করোনার চতুর্থ ঢেউ? ওমিক্রনের নয়া ভ্য়ারিয়েন্ট মাথাচাড়া দিতেই ফের প্রশ্নটা উঁকি মারছে। তবে এই উদ্বেগের মাঝে আইসিএমআরের মন্তব্য খানিকটা স্বস্তিজনকই। জানিয়ে দেওয়া হল, দেশের বর্তমান কোভিড গ্রাফ নিয়ে বিরাট কোনও দুশ্চিন্তার প্রয়োজন নেই। গবেষকদের দাবি, এই সংক্রমণের হার কোনওভাবেই চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত নয়।

[আরও পড়ুন: সৌদিতে শাহবাজ শরিফের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগ, এফআইআর দায়ের ইমরানের বিরুদ্ধে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement