Advertisement
Advertisement
West Bengal Weather Update

বৃষ্টি থেকে রেহাই উত্তরের, আগামী ৪৮ ঘণ্টায় ভাসতে পারে দক্ষিণবঙ্গ! কবে বিদায় নেবে বর্ষা?

বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে একাধিক জেলায়।

West Bengal Weather Update: Dry in North, rain likely in South within 48 hours
Published by: Suhrid Das
  • Posted:October 8, 2025 10:59 am
  • Updated:October 8, 2025 1:25 pm   

নিরুফা খাতুন: বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু-তিনদিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকেও বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এমনই জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ভূমিধসে বিধ্বস্ত মিরিক-সহ দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা। বহু মানুষের মৃত্যু হয়েছে। বিপন্ন হয়েছে বন্যপ্রাণও। আরও ভয়াবহ বৃষ্টি কি হতে পারে? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেই বিষয়ে আশ্বস্ত করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই উত্তরে। তবে আজ, বুধবার বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

তবে দক্ষিণবঙ্গে এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কাল বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টি চলবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার বৃষ্টির কোনও সম্ভাবনা থাকবে না বলে জানিয়েছে হাওয়া মোরগ। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি এদিন সকাল থেকেই দেখা গিয়েছে। সকালে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সেটি স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৪ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার। দেশের বিভিন্ন অংশে বর্ষার বিদায় চলছে। বাংলায় বর্ষার বিদায়পর্ব কবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ