Advertisement
Advertisement
West Bengal Weather Update

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, ভাসছে উত্তর, লক্ষ্মীবার থেকে বঙ্গে ফের দুর্যোগের সতর্কতা

উত্তরবঙ্গের নিচু এলাকায় প্লাবনের সম্ভাবনা।

West Bengal Weather Update: Heavy Rain Alert Issued for North Bengal
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2025 8:45 am
  • Updated:August 3, 2025 1:19 pm   

নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিবিরতি। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গের। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিহার এবং উত্তরবঙ্গ সংলগ্ন এলাকা থেকে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। তবে পঞ্জাব, তামিলনাড়ু এবং পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা লখনউ, গোরক্ষপুর, পাটনা, পূর্ণিয়া, বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে রবিবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সর্তকতা জারি রয়েছে উত্তর দিনাজপুরে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।

তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবি ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গল এবং বুধবার বৃষ্টি আরও কমবে। কিছুটা বাড়বে তাপমাত্রা। সঙ্গে জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি কমার ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৫ থেকে ৯৬ শতাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ