Advertisement
Advertisement
West Bengal Weather Update

শরতের আমেজ ছিন্ন করে অকাল বর্ষণ! অথৈ জলে পুজোর কেনাকাটা

সোমবার সকাল থেকেই কলকাতা জুড়ে শুরু হয়েছে তুমুল বৃষ্টি।

West Bengal Weather Update: Kolkata Rain Likely to Persist
Published by: Sucheta Sengupta
  • Posted:September 15, 2025 11:35 am
  • Updated:September 15, 2025 12:53 pm   

নিরুফা খাতুন: শরতের আমেজ একেবারে ছিন্ন করে অকাল বর্ষণ! সোমবার সকাল থেকেই শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে। খুব সকালে সামান্য রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তোড় বাড়তে থাকে। যেন আকাশ ফুটো হয়ে জলধারা ভিজিয়ে দিচ্ছে ধরণীকে! যার জেরে তাপমাত্রাও খানিকটা কমেছে। তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত পরিবেশ। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় পুজোর শেষবেলার কেনাকাটা নিয়ে চিন্তার ভাঁজ ক্রেতা-বিক্রেতা সকলের মুখে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ মূলত মেঘলা আকাশ। বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বুধ ও বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ-সহ সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পর সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে আজ, সোমবার দিনভর অতি ভারী বৃষ্টির‌ সতর্কতা। বৃষ্টি বেশি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পার্বত্য এলাকার সব কটি জেলাতেই। বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি হবে সমতলে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু হয়েছে। নির্ধারিত দিনের তিনদিন আগে পশ্চিম রাজস্থান থেকে শুরু হয়েছে এই বিদায় পর্ব। আর শেষবেলায় তারই প্রভাবে এমন লাগামছাড়া বর্ষণ!

কলকাতায় সোমবার আর্দ্র পরিবেশ। সকাল থেকে বৃষ্টি হলেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি জারি থাকছে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৫.৫ মিলিমিটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ