Advertisement
Advertisement
West Bengal Weather Update

ঝলমলে রোদের মাঝেও বৃষ্টির ভ্রূকুটি! কী বলছে হাওয়া অফিস?

উত্তাল হবে সমুদ্র।

West Bengal Weather Update: Met Department Predicts Rain
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 27, 2025 9:34 am
  • Updated:August 27, 2025 12:01 pm   

নিরুফা খাতুন: কয়েকদিন পর বুধের সকালে দেখা মিলল ঝলমলে রোদের। তবে এতেও রেহাই মিলবে না বৃষ্টির থেকে, এমনটাই জানাল হাওয়া অফিস। জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াবে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ থেকে সুপষ্ট নিম্নচাপ তৈরি সম্ভাবনা। এর প্রভাবে দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তাল হবে সমুদ্র।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ থেকে সুপষ্ট নিম্নচাপ তৈরি সম্ভাবনা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে এর অবস্থান। যা ক্রমশ পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এদিকে মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে ওড়িশার নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপাসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভাসতে পারে মেদিনীপুর, বাঁকুড়া-সহ উপকূলের জেলাগুলো। শুক্রবার পর্যন্ত একইরকম থাকবে আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আজ, বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং ও কোচবিহারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো বাতাস। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে বৃষ্টি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ