Advertisement
Advertisement
West Bengal Weather Update

সক্রিয় মৌসুমী অক্ষরেখা! ফের বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

West Bengal Weather Update: Met department predicts rain in next few day
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 5, 2025 10:32 am
  • Updated:August 5, 2025 1:07 pm   

নিরুফা খাতুন: সক্রিয় মৌসুমী অক্ষরেখা। ফের বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির মাঝেই আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। নদীর জলস্তর বাড়ার আশঙ্কা।

Advertisement

জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে। অমৃতসর, দেরাদুন, শাহজাহানপুর, বাল্মিকীনগর, ছাপড়া হয়ে কোচবিহারের এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে অরুনাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এই অক্ষরেখা। উত্তর-পূর্ব অসম এবং দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। সৌরাষ্ট্র এবং দক্ষিণ রাজস্থানে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যেটি তামিলনাডু উপকূলে বিস্তৃত। এর প্রভাবে আজ মঙ্গলবার, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবারের পর থেকে বদলাবে আবহাওয়া। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ