Advertisement
Advertisement
West Bengal Weather Update

দক্ষিণবঙ্গের উপর থেকে সরছে ঘূর্ণাবর্ত! কবে দেখা মিলবে রোদের?

কী বলছে হাওয়া অফিস?

West Bengal Weather Update: North Bengal Likely to See Rain
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 1, 2025 10:14 am
  • Updated:August 1, 2025 1:19 pm   

নিরুফা খাতুন: গত কয়েকদিনের টানাবৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। সকলের প্রশ্ন একটাই, কবে দেখা মিলবে রোদের? হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবর্ত সরছে উত্তরবঙ্গের দিকে। আপাতত অবস্থান উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। মৌসুমী অক্ষরেখাও কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। যদিও ঝলমলিয়ে রোদের উঠবে কবে তা জানা যায়নি। এদিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভবনা পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু-এক জায়গায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবার অনেকটাই কমবে।

উলটো ছবি উত্তরবঙ্গে। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার থেকে সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির ওপরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জল স্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ